রোহিঙ্গা নূর মোস্তফা পাচ্ছেন জুলাই শহীদ স্বীকৃতি


February 4 2025/ncp rohingha.jpg

জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের একমাত্র রোহিঙ্গা শহীদ নূর মোস্তফা স্বীকৃতি পেতে যাচ্ছেন। মিয়ানমার থেকে শরণার্থী পরিবারের সন্তান নূর মোস্তফার শহীদী স্বীকৃতি নিয়ে আইনি জটিলতা ছিল। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। 

বুধবার বিকেলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

তথ্য উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়, উপদেষ্টা মাহফুজ আলম গত ২২ জুন উপদেষ্টা পরিষদের সভায় নূর মোস্তফার স্বীকৃতির জন্য প্রস্তাব উপস্থাপন করেন। গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে নূর মোস্তফার স্বীকৃতির কাজ চলমান। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে গুলিবিদ্ধ হন নূর মোস্তফা। পরদিন দুপুরে হাসপাতালে মারা যান। তাঁর বাবা শফিউল আলম আর মা নূর বেগম। নূর মোস্তফার মা–বাবা ১৯৯২ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেন এবং ঈদগাঁও এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নূর মোস্তফার জন্ম ও শিক্ষাজীবন বাংলাদেশে হলেও মা–বাবার জাতীয় পরিচয়পত্র না থাকায় তাঁর নাম জুলাই শহীদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তাঁর পরিবার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি বা সহায়তা পায়নি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×