জুলাইয়ের প্রথম পোস্টার প্রকাশ, অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী অনুষ্ঠান শুরু আজ


February 4 2025/জুলাই.jpg

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে আজ থেকে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি উদ্‌যাপন অনুষ্ঠানমালা’। এ উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচির সূচনা করা হয়েছে, যার অন্যতম আকর্ষণ হচ্ছে প্রতিদিন একটি করে পোস্টার প্রকাশ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্পী দেবাশীষ চক্রবর্তী ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম’-এর অংশ হিসেবে বিশেষভাবে ১০টি পোস্টার অঙ্কন করেছেন। এসব পোস্টারে উঠে এসেছে জুলাইয়ের অবশ্যম্ভাবিতা এবং ওই সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলি। আজ (মঙ্গলবার, ১ জুলাই) প্রকাশিত হয়েছে প্রথম পোস্টারটি, যা প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

জুলাই মাসজুড়ে এই পোস্টারগুলো একে একে প্রকাশ করা হবে। এতে প্রত্যেক দিনের সাথে সংযুক্ত থাকবে অভ্যুত্থানের প্রেক্ষাপট ও মূল্যায়নের এক ভিজ্যুয়াল ন্যারেটিভ।

এছাড়া, বর্ষপূর্তির অংশ হিসেবে আজ দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় ,জুলাই শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে ‘জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার’-এর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, যা চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত।

অনুষ্ঠানমালার কার্যক্রম শুধু আজই নয়, ধাপে ধাপে চলবে পুরো মাসজুড়ে। উল্লেখযোগ্য তারিখগুলোর মধ্যে রয়েছে ৫ জুলাই, ৭ জুলাই এবং ১৪ জুলাই। ৫ আগস্টে আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠান, যেখানে থাকবে "৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং", দেশের ৩৬টি জেলায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, শহীদ পরিবারদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, বিজয় মিছিল, এয়ার শো, গান-বাজনা, তথ্যচিত্র প্রদর্শনী এবং ড্রোন শো।

‘৩৬ ডেইজ অভ জুলাই’ নামক ধারাবাহিক স্মৃতিচারণ কর্মসূচির মধ্য দিয়ে অভ্যুত্থানকে স্মরণ করতেই এই উদ্যোগ বলে আয়োজকরা জানিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×