নগদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে: দুদক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৪২ পিএম, ০১ জুন ২০২৫

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেডে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম ঢাকায় নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়ার কথা জানায়।
দুদক মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন রোববার (১ জুন) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদক জানায়, নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে পাওয়া তথ্য অধিকতর তদন্তের জন্য প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদ করা হবে। ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগটি যাচাই করতে নগদ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে। ওইসব নথি পেয়ে পরীক্ষা-নিরীক্ষা করে টিমের পক্ষ থেকে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।