আন্দোলন যা হওয়ার হয়েছে, এখন ঠিকভাবে কাজ করুন: অর্থ উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৩৩ পিএম, ৩০ জুন ২০২৫

জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ডই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থ বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আন্দোলন যা হওয়ার হয়েছে, এখন ভয় বা পক্ষপাত ছাড়াই ঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।’
সোমবার (৩০ জুন) দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচি উদ্বোধন শেষে এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, ‘পোর্ট বন্ধ করে এনবিআরের কর্মকর্তাদের আন্দোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর ফলে দেশের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।’
তিনি আরও বলেন, ‘যদি সবাই স্বচ্ছতা বজায় রেখে সঠিকভাবে কাজ করে, তাহলে কাউকে ভয় পাওয়ার দরকার নেই। কারও বিরুদ্ধে অপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না।’
দুদকের সাম্প্রতিক অনুসন্ধান প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, ‘সরকারের হস্তক্ষেপে নয়, দুদক স্বপ্রণোদিত হয়েই এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।’
টকশোগুলোতে এনবিআর সংস্কার নিয়ে নানা সমালোচনার জবাবে তিনি বলেন, ‘অনেকে বলেন কিছুই হচ্ছে না। কিন্তু আমি বলব, দেখার মতো চোখ থাকতে হবে। শুধু দালান-কোঠা দেখেই উন্নয়ন মূল্যায়ন করা যাবে না। এখন অনেক সেবা অনলাইনে চলে এসেছে, যা আগে ছিল না। বিশ্বব্যাংক বা আইএমএফের সহায়তা মানেই তাদের চাপ নয়, বরং দেশের প্রয়োজনেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, এনবিআরের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নসহ নানা দাবিতে গত ১২ মে থেকে আন্দোলনে নামে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে দেশের রাজস্ব আদায়ে দেখা দেয় অচলাবস্থা। অবশেষে রোববার (২৯ জুন) রাতে পূর্বঘোষিত ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করে নেয় ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। সোমবার থেকে সচল হয়েছে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান।