মধ্যরাতে তানভীর ইমামের বাসায় ছাত্র-জনতার তল্লাশি


Jan 2025/Feb 2025/1-1c7266ea69a6ea5cb29337a56114ee70.jpg

অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুদ রাখার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বাসায় অভিযান চালিয়েছে ছাত্র-জনতা।  

মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টার দিকে গুলশান-২ এর ৮১ নম্বর সড়কের এইট-আই নম্বর বাড়িতে এ অভিযান ও তল্লাশি চালানো হয়। ছাত্র-জনতার এই অভিযানে শুরুতে কোনও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখা যায়নি, তবে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং লাইভ সম্প্রচার করেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ঘোষণা দেওয়া হয়— ছাত্র-জনতা কর্তৃক তানভীর ইমামের বাসায় অভিযান চালানো হবে। এরপর গুলশান ২-এর বিচারপতি সাহাবুদ্দিন পার্কের সামনে প্রায় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হন। রাত ১২টার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে তানভীর ইমামের বাসায় প্রবেশের চেষ্টা করেন।  

এসময় বাড়ির সিকিউরিটি গার্ড তাদের বাধা দিলে কিছু শিক্ষার্থী গেট টপকে ভেতরে প্রবেশ করেন। পরে গেট খুলে দিলে শতাধিক ছাত্র-জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়। তারা ফ্ল্যাটের প্রতিটি কক্ষে খুঁজে দেখেন, বিভিন্ন লাগেজ, ডয়ার ও সিন্দুক তল্লাশি করেন।  

ছাত্র-জনতার তল্লাশির প্রায় আধাঘণ্টা পর ঘটনাস্থলে গুলশান থানা পুলিশ উপস্থিত হন। এছাড়াও বাড়ির সামনেও বিপুলসংখ্যক সেনাবাহিনীর সদস্যদেরও দেখা যায়। 

অভিযানে কী পাওয়া গেলো—

রাজীব নামে এক ছাত্র প্রতিনিধি জানান, তাদের কাছে গোপন তথ্য ছিল— তানভীর ইমামের বাসায় অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল অর্থ মজুদ রয়েছে। তবে অভিযানের সময় এমন কিছু পাওয়া যায়নি।  

অভিযানের প্রায় আধা ঘণ্টা পর গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ছাত্র-জনতাকে জিজ্ঞাসা করে তারা কেন এখানে এসেছেন। এরপর তারা ধীরে ধীরে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ প্রতিটি কক্ষ পরিদর্শন করলেও কোনও অবৈধ বস্তু খুঁজে পায়নি।  

তল্লাশি চলাকালে তানভীর ইমামের পরিবারের কোনও সদস্যকে ফ্ল্যাটে পাওয়া যায়নি। শুধুমাত্র বাড়ির কাজের লোক ও সিকিউরিটি গার্ড উপস্থিত ছিলেন।  

তবে এব্যাপারে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় তানভীর ইমামকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন সময় অবৈধ সম্পদ ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল।  

তবে এই অভিযানে কোনও অবৈধ অস্ত্র, মাদক কিংবা কোনও অর্থ উদ্ধার না হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।  

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×