
দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলের চার্জ ডি’অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তার ওপর ৭২ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, অ্যারিয়েল সেইডম্যান কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করেছেন, যা দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে ধরা হয়েছে। শিষ্টাচার ভঙ্গের মধ্যে রয়েছে:
প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ইসরায়েল সরকারের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিষেদাগার পোস্ট করা,
এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরের বিষয়ে আগে থেকে অবহিত না করা।
প্রেটোরিয়াতে অবস্থিত ইসরায়েলি কূটনৈতিক মিশন এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
পটভূমিতে উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করেছিল। সেই মামলার পর থেকেই দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েলের সম্পর্ক চরম উত্তপ্ত। এবার দেশটি ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করেছে।
সূত্র: টাইমস অফ ইসরায়েল