
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইয়েমেনের ইরান-পন্থী হুথি গোষ্ঠী এবং তাদের অর্থায়নকারী নেটওয়ার্কের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালানো এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই দফায় ২১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং একটি জাহাজকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রয়টার্স জানায়, হুথিদের অস্ত্র ও তেলজাত পণ্য পাচার এবং তহবিল সংগ্রহের সক্ষমতা সীমিত করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ (ওএফএসি) এক বিবৃতিতে জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞার তালিকায় ইয়েমেন, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বেশ কিছু ভুয়া বা ‘ফ্রন্ট’ কোম্পানি রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হুথিদের জন্য অর্থ সংগ্রহ, সামরিক সরঞ্জাম এবং দ্বৈত ব্যবহারের উপযোগী যন্ত্রাংশ সরবরাহে সহায়তা করে আসছিল।
মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট বলেন, “হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে সন্ত্রাসী হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।” নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ বাজেয়াপ্ত হবে এবং মার্কিন নাগরিকদের তাদের সঙ্গে লেনদেন করা নিষিদ্ধ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হুথিদের বিশাল আয় ও চোরাচালান নেটওয়ার্কের ওপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে গোষ্ঠীটি লোহিত সাগরে হামলার মতো সক্ষমতা ধরে রেখেছে।
হুথিরা মূলত ২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি দেখাতে লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, এই নতুন নিষেধাজ্ঞা হুথিদের আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির কার্যক্রমকে ব্যাহত করবে।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ইরানের মদদপুষ্ট প্রক্সি বাহিনীর ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপ তেহরানের প্রভাবকে কমাচ্ছে। হুথিরাও এই চাপের মুখে রয়েছে। লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ যাতায়াত করে, যা হুথিদের হামলার কারণে ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে হুথিদের অর্থায়নের উৎস বন্ধ করার চেষ্টা চালিয়ে আসছে এবং শুক্রবারের পদক্ষেপ সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখাচ্ছে।
সূত্র: রয়টার্স