
আইসিসির সাথে বৈঠকে বাংলাদেশ শুরু থেকেই স্পষ্ট অবস্থান নিয়েছে—এক, কোনো পরিস্থিতিতেই দেশটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না; দুই, ম্যাচগুলো বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজন করতে হবে। এই অবস্থান থেকে শেষ পর্যন্ত পিছু হটেনি বিসিবি।
শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উভয় পক্ষ থেকেই বারবার এই স্থির অবস্থান প্রকাশিত হয়েছে। সেই কারণেই বিসিবি কর্মকর্তারা আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে অনড় অবস্থান বজায় রাখলেন।
এর আগেই জানা গেছে, শুক্রবার রাজধানীতে পৌঁছান আইসিসির এক শীর্ষ কর্মকর্তা, যাতে বিসিবির সঙ্গে আন্তরিক পরিবেশে আলোচনা করা যায়।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগে থেকেই বিসিবি-আইসিসি বৈঠক নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
বিসিবির অন্যতম সহ-সভাপতি শাহাদত হোসেন দেশের পাঁচ তারকা হোটেল ‘ওয়েস্টিন’-এর সিইও হওয়ায় ধারণা করা হয়েছিল, গুরুত্বপূর্ণ এই বৈঠকটি ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হবে। এ কারণে দুপুরের আগে থেকেই হোটেলের আশপাশে ভিড় করেন গণমাধ্যমকর্মীরা। তবে দুপুর থেকে বিকেল পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি যে, বৈঠক সত্যিই ওয়েস্টিনে হয়েছে কি না।
বিসিবি পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়। আনুষ্ঠানিক কোনো প্রেস বিজ্ঞপ্তি বা কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। সভার সময়, স্থান এবং অন্যান্য তথ্য প্রকাশের ক্ষেত্রে বোর্ড পরিচালকদের মধ্যে দ্বিধা দেখা দেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিডিয়ার সাথে সরাসরি যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন পরিচালক জানায়, “ভাই, আমরা কিছুই জানি না। এটি বোর্ড প্রেসিডেন্ট নিজেই ডিল করছেন।”
সন্ধ্যা সাড়ে পাঁচটার পর ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে নিশ্চিত করেন যে বৈঠক শেষ হয়েছে। তবে বৈঠকের বিস্তারিত প্রকাশের বিষয়ে তিনি কিছু বলেননি। জানান, কিছুক্ষণ পর বোর্ড থেকে প্রেস রিলিজের মাধ্যমে ফলাফল জানানো হবে।
জানা গেছে, বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন এবং সিনিয়র পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তারা আইসিসি কর্মকর্তাদের সঙ্গে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার বিকল্পের সম্ভাবনা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
এ মুহূর্তে দেশের ক্রিকেটপ্রেমীরা বিসিবির আনুষ্ঠানিক প্রেস রিলিজের অপেক্ষায়, যা বৈঠকের সিদ্ধান্ত ও সম্ভাব্য শ্রীলঙ্কা ভেন্যুর বিষয়ে স্পষ্ট ধারণা দেবে।