
ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর এবার প্রতিবেশী মেক্সিকোর ভূখণ্ডে হামলার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পানিপথে আসা মাদকের ৯৭ শতাংশ আমরা বন্ধ করে দিয়েছি, এখন আমরা কার্টেলগুলোর বিরুদ্ধে স্থলভাগে আঘাত হানতে শুরু করব।’
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ‘কার্টেলগুলোই মেক্সিকো চালাচ্ছে।’ তবে মেক্সিকোর ভেতরে সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা বা সময়সূচি নিয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। গত বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের হামলায় বহু নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অভিযানে শতাধিক মানুষ নিহত হয়েছেন। নৌযানগুলো মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে মার্কিন প্রশাসন দাবি করলেও এখনো এর পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
এরই মধ্যে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনার পর ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। চীন, রাশিয়া এবং ইউরোপের কয়েকটি দেশ এই অভিযোগ তুলেছে। এসব সমালোচনার জবাবে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, তিনি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেন না।
ট্রাম্পের স্থল হামলার হুমকির পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘এমন কিছু হবে না।’ একই সঙ্গে নিজ ভূখণ্ডে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মেক্সিকোর সার্বভৌম অধিকার জোরালোভাবে তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক মাদক বাণিজ্যের সঙ্গে জড়িত অপরাধী সংগঠনগুলোর বিরুদ্ধে যৌথভাবে পদক্ষেপ নিতে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও এবার এককভাবে মেক্সিকোর ভূখণ্ডে হামলার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প।