
নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও মুখ্যমন্ত্রীনির্বাচনের । তিনি সতর্ক করেছেন, যদি কারও নাম তালিকা থেকে বাদ দেয়া হয়, তবে রাজ্যের নারীরা প্রস্তুত থাকবেন এবং “রান্নাঘরের সরঞ্জাম” ব্যবহার করে নিজেদের অধিকার রক্ষা করবেন।
কৃষ্ণনগরে এক সমাবেশে মমতা বলেন, “মা-বোনদের অধিকার তোমরা এসআইআরের নামে ছিনিয়ে নেবে? ভোটের সময় দিল্লি থেকে পুলিশ এনে মা-বোনদের ভয় দেখাবে?”
তিনি আরও বলেন, “মা-বোনরা, যদি তোমাদের নাম কেটে দেয়, তোমাদের তো সরঞ্জাম আছে, যেগুলো রান্নার সময় ব্যবহার করো। শক্তি তো আছে, তাই না? নাম কেটে দিলে কি ছাড়বে? নারীরাই সামনে লড়বে, পুরুষরা থাকবে পেছনে।”
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি ভোটে অর্থ খরচ করে, বাইরে থেকে মানুষ এনে বিভাজন ছড়ানোর চেষ্টা করে। তিনি বলেন, তিনি সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নন, বরং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন।
রোববার কলকাতায় গণ ভগবত গীতা পাঠ কর্মসূচি প্রসঙ্গে মমতা মন্তব্য করেন, “আমরা বাড়িতে প্রয়োজনে গীতা পাঠ করি। তাই সভা করার কি প্রয়োজন? ঈশ্বর থাকেন অন্তরে, আর আল্লাহকে ডাকেন হৃদয় থেকে।”
তিনি আরও বলেন, “রমজান হোক বা দুর্গাপূজা, আমরা একসঙ্গে প্রার্থনা করি। যারা গীতার নাম নিয়ে চিৎকার করছে, আমি জানতে চাই, শ্রীকৃষ্ণ কী বলেছিলেন? ধর্ম মানে পবিত্রতা, মানবতা, শান্তি—সহিংসতা, বৈষম্য বা বিভাজন নয়।”
মুখ্যমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু—এরা কখনও মানুষকে বিভক্ত করেননি। তিনি প্রশ্ন তোলেন, “তাহলে তোমরা কে?”
সূত্র: এনডিটিভি।