
হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১২৮ জনে পৌঁছেছে। গত বুধবার এই কমপ্লেক্সে আগুনের সূত্রপাত ঘটে, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
একদিনের বেশি সময় ধরে আগুন জ্বলার পর শুক্রবার ভোরে তা নিয়ন্ত্রণে আসে। পরে ভগ্নবস্তুর মধ্য থেকে প্রাণহানির তথ্য সংগ্রহ শুরু করা হয়। ফায়ার সার্ভিস জানায়, নিহতদের মধ্যে ৮৯ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। এছাড়া মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন ফায়ার সার্ভিস কর্মীও রয়েছেন।
অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ৭৯ জন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সর্বশেষ সংবাদ সম্মেলনে জানান, আগুন প্রথমে ভবনের নিচের তলায় লেগেছিল এবং পরে তা উপরের দিকে ছড়িয়ে যায়। তবে এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের মতে, আগুনের উত্তাপ এক পর্যায়ে ৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল। এত উষ্ণতার কারণে কিছু অংশে আগুন নেভানোর পরও সেখানে পুনরায় আগুন ধরে যায়।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। ভয়াবহ আগুন নেভাতে প্রায় আড়াই হাজার ফায়ার সার্ভিস কর্মী কাজ করেছেন, যাদের মধ্যে ১২ জন দগ্ধ হয়েছেন।
অগ্নিনির্বাপণে মোট ৩৯১টি ফায়ার ইঞ্চিন এবং ১৮৮টি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছিল। হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করা হয়নি কারণ আগুন মূলত ভবনের ভিতরে অবস্থান করছিল, ফলে উপরের দিকে পানি ছিটানো কার্যকর হতো না।
সূত্র: বিবিসি