
দামেস্কের আকাশে ভোরের নীরবতা ভেঙে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সিরিয়ার রাজধানী ও আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় দুই শিশুসহ অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। একই ঘটনায় ইসরায়েলি সেনাদেরও হতাহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার ২৮ নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও গোলাবর্ষণে বেইত জিন এলাকার বহু পরিবার আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়। পুরো এলাকায় ইসরায়েলি ড্রোন টহল দিতেও দেখা গেছে।
স্থানীয় সূত্র আল জাজিরাকে জানায়, বেইত জিনকে লক্ষ্য করে আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। অভিযানের সময় ইসরায়েলি বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষও ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি পক্ষ জানায়, তাদের দুই সেনা সদস্য আহত এবং দুইজন সিরীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ পরে জানায়, বেইত জিনে প্রবেশ করা সেনাদের স্থানীয়রা ঘেরাও করলে সেখান থেকে সরিয়ে আনতে বিমান ও আর্টিলারি হামলা চালানো হয়। এতে সিরীয়দের হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়।
পরে জানা যায়, মোট ছয় ইসরায়েলি সেনা আহত হয়েছে এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।