
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থ হয়ে শুটিং এবং অন্যান্য কাজ বাতিল করেছেন। নিজের অসুস্থতার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে তিনি বিষয়টি প্রকাশ করেন। জানা গেছে, গত এক সপ্তাহ ধরে তিনি গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন।
ফারিয়া লিখেছেন, “আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।”
অসুস্থতার কারণে তিনি আরও জানান, “৫ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং নিজেকে জোর করে কথা বলার চেষ্টা করার ফলে অবস্থা আরও খারাপ হয়ে গেছে। দুঃখের বিষয়, আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।”
বর্তমানে তিনি কোনো ফোনকলও রিসিভ করতে পারছেন না। তিনি অনুরোধ করেছেন, “আমার অনেক কল আসছে। কিন্তু ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।”
শবনম ফারিয়া ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।