জয়া আহসানের ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার শেয়ার ও প্রশংসা করেন কিংবদন্তি অমিতাভ বচ্চন
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০২:৪১ পিএম, ০৪ জুলাই ২০২৫
মুক্তির অপেক্ষায় থাকা জয়া আহসানের নতুন ছবি ‘ডিয়ার মা’ এখন প্রশংসা ও আলোচনার কেন্দ্রে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই সিনেমায় জয়া অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় ট্রেলার মুক্তির পর থেকেই এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। আলোচনার তুঙ্গে ছবিটি উঠে আসে তখনই, যখন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন ট্রেলারটি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে নির্মাতা ও সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানান।
শুক্রবার সকালে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ট্রেলারটি শেয়ার দিয়ে অমিতাভ লেখেন, 'টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সব সময়।' তার পোস্টের মন্তব্য ঘরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অসংখ্য নেটিজেন জয়া আহসানকে অভিনন্দন জানিয়েছেন।
কলকাতা থেকে ঢাকায় ফেরার পথে যখন প্রথম আলো জয়ার প্রতিক্রিয়া জানতে চায়, তখন উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, 'আমি মাত্রই দেখলাম পোস্টটা। ঢাকা ফেরার মুহূর্তে এমন একটি ভালো সংবাদ পেলাম—এই শুক্রবারটা একদম অন্যরকম হয়ে গেল। এটা সত্যিই বিশাল প্রাপ্তি। অমিতাভ বচ্চনের মতো একজন আইকন যখন আমার কাজ শেয়ার করেন, তখন দায়িত্ব আরও বেড়ে যায়।'
মা-মেয়ের সম্পর্কের জটিলতা নিয়ে ট্রেলার
৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে উঠে এসেছে এক মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন। ছবির ট্যাগলাইন— ‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান?’ শুরুতেই দেখা যায়, মেয়েটি দাবা খেলছে আর মা (জয়া) তাকে দেখছেন। যতটুকু দেখা গেছে, ছবিতে জয়ার মেয়ের চরিত্রটি জৈবিক না-ও হতে পারে। কোনো এক কারণে মেয়ের মনে মায়ের প্রতি তীব্র ক্ষোভ জন্ম নেয়। হঠাৎ একদিন সে নিখোঁজ হয়ে যায়। এরপর জয়া পুলিশের কাছে গিয়ে মিসিং ডায়েরি করেন। সেই পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়।
তবে পুরো ব্যাপারটা যতটা সরল মনে হয়, ততটা হয়তো নয়। মেয়ে হারানোর ঘটনায় জয়া কি পুরো সত্য বলছেন? নাকি কিছু গোপন করছেন? সিনেমার কেন্দ্রীয় প্রশ্ন: রক্তের চেয়ে কি ভালোবাসা বড়? আর মেয়ের ঘৃণার পেছনে কি লুকিয়ে আছে কোনো গভীর অতীত? সব উত্তর মিলবে ১৮ জুলাই সিনেমা মুক্তির পর।
শক্তিশালী অভিনয়শিল্পী ও নির্মাতা দল
‘ডিয়ার মা’ সিনেমায় জয়া আহসান ও চন্দন রায় সান্যালের পাশাপাশি অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও মালয়ালম তারকা পদ্মপ্রিয়া জনকীরামন। অনিরুদ্ধ রায় চৌধুরী এর আগে জয়াকে নিয়ে হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ বানিয়েছিলেন, যা মুক্তি পায় জিফাইভ-এ। বিরতির পর বাংলা সিনেমায় তার প্রত্যাবর্তন ঘটেছে এই ‘ডিয়ার মা’ দিয়েই।
টানা সাফল্যের ধারায় জয়া
এই সিনেমাটি জয়া আহসানের চলতি তিন মাসে চতুর্থ মুক্তিপ্রাপ্ত কাজ হতে যাচ্ছে। এর আগে ১৬ মে মুক্তি পায় পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’। ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমাতেও অভিনয় করে আলোচনায় ছিলেন তিনি। এর বাইরে কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং করতে সম্প্রতি কলকাতায় অবস্থান করছিলেন জয়া।
সামাজিক, পারিবারিক ও মানসিক সম্পর্কের দ্বন্দ্ব নিয়ে নির্মিত ‘ডিয়ার মা’ সিনেমাটি ট্রেলার মুক্তির পর থেকেই বাঙালি দর্শকের কৌতূহলের কেন্দ্রে। তার ওপর অমিতাভ বচ্চনের মতো এক তারকার প্রশংসা যেন ছবিটিকে আগাম এক সম্মাননাই দিয়ে দিল।