চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


November 25/Boishommo.jpg

দেশজুড়ে চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে সাতটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এতে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনকে আহ্বান জানানো হয়েছে।

এর পূর্বে, সোমবার (২৫ নভেম্বর) বিকাল তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি বৈঠক করে। এরপর আলোচনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও নির্বাহী সদস্য মাহিন সরকার। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×