
প্রায় এক মাস ২২ দিনের বিরতির পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের অভ্যন্তরীণ বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে আজ দুপুর থেকে এই কার্যক্রম শুরু হয়।
বুধবার (২১ জানুয়ারি) হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এম. আর. বাধন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩০ নভেম্বর থেকে হিলি বন্দর দিয়ে চাল আমদানি স্থগিত ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুর থেকে পুনরায় ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। শুল্কমুক্ত সুবিধার আওতায় আমদানিকারকরা চাল নিয়ে আসছেন এবং তা দ্রুত ছাড়করণের মাধ্যমে বাজারে পৌঁছে দেওয়া হচ্ছে।
বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩০ নভেম্বর শেষবার চাল আমদানি হয়েছিল। হিলি চালের বাজারে আজকের দামে প্রতিকেজি সম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭১ টাকায়, স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আমদানি করা নতুন চালের দাম প্রতি কেজিতে ৬৫ টাকা, যা দেশের বাজারের তুলনায় ৫ টাকা কম।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, বন্দরের মাধ্যমে মোট ৩২ জন আমদানিকারক ১৪ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি (আইপি) পেয়েছেন। এ অনুমতি কৃষি অধিদপ্তরের খামারবাড়ি অফিস থেকে তিন দিন আগে প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় বুধবার থেকে বন্দরের মাধ্যমে ভারত থেকে চাল আমদানি কার্যক্রম শুরু হয়েছে।