
নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কার কথা তুলে ধরে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ গানম্যান নিয়োগের আবেদন করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রার্থীর আবেদনটি জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আবেদন প্রসঙ্গে আব্দুল হান্নান মাসউদ বলেন, “হাতিয়া উপজেলায় এখনও অবৈধ অস্ত্রের অস্তিত্ব রয়েছে। নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিয়েছে। আমি চাই সব ভোটার নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”
জেলা প্রশাসন সূত্র জানায়, নোয়াখালী-৬ আসনে এবারের নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন—
এনসিপি: আব্দুল হান্নান মাসউদ
বিএনপি: মো. মাহবুবুর রহমান
স্বতন্ত্র: মোহাম্মদ ফজলুল আজিম, তানভীর উদ্দিন রাজিব
জাপা: এ. টি. এম. নবী উল্যাহ
জেএসডি: মোহাম্মদ আবদুল মোতালেব
গণঅধিকার পরিষদ: মোহাম্মদ আজহার উদ্দিন
ইসলামী আন্দোলন বাংলাদেশ: মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ
এলডিপি: মোহাম্মদ আবুল হোসেন
বিএসপি: আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক