বিএসইসির চেয়ারম্যান-কমিশনার অবরুদ্ধ


March 2025/BSEC.jpg

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারসহ জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন কমিশনের কনিষ্ঠ কর্মকর্তারা।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার পর কার্যালয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে জুনিয়র কর্মকর্তারা এই কর্মসূচি পালন করছেন।

কমিশন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়। এদিনই বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এ বিষয়ক আদেশ জারি করেন। এরপর বুধবার কর্মকর্তা-কর্মচারীদের বড় অংশ শীর্ষ কর্মকর্তাদের ঘেরাও করে রেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘তারা ঘেরাও অবস্থায় আছেন। এ অবস্থায় কাউকে ভেতরে ঢুকতে দেওয়ার কথা বলাও যাচ্ছে না।’

একাধিক নির্বাহী পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, ‘কনিষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাদের ঘেরাও করে রেখেছেন। এমনকি তারা শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কাউকে কাউকে বর্তমান চেয়ারম্যানের দালাল আখ্যা দিয়ে নানাভাবে হেনস্তা করছেন।’

বিষয়টি সম্পর্কে সরেজমিনে জানতে ঢাকার আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে গেলেও ভেতরে যাওয়া যায়নি। 

পুলিশের একাধিক দল কার্যালয়ে এসে ঘুরে গেছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×