বিনিয়োগের আহবান বাণিজ্য উপদেষ্টার

টোকিওতে ইনভেস্টমেন্ট প্রমোশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


15Feb Naeem/WhatsApp Image 2025-02-18 at 2.47.35 PM.jpeg

বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার জন্য জাপানের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাপানের টোকিওতে একটি হোটেলে ইনভেস্টমেন্ট প্রমোশন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান তিনি। 

বাণিজ্য উপদেষ্টা এসময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি ব্যবসায়ীদের প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন, জাপান বাংলাদেশের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু ও একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার। বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ চৌধুরী বিন হারুন বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। সেমিনারে “সংস্কার পরবর্তী বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা” শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রচি ও জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্ডো ।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Sachiko Imoto, জেটরোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Kazuya Nakajo সেমিনারে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিষ্টার, বিডা হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর প্রতিনিধি এবং কমার্শিয়াল কাউন্সেলর টোকিও উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। সেমিনারে জাপানের শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন ।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে জাপানের ইকনমি, ট্রেড ও ইন্ডাস্ট্রি প্রতিমন্ত্রীর বৈঠক আজ দুপুরে জাপানের টোকিওতে ইকনমি,ট্রেড ও ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী Ogushi Masaki এর সাথে বৈঠকে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি এবং পাবলিক প্রাইভেট ইকোনমিক ডায়ালগ (পিপিইডি) নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে অধিক সংখ্যক জাপানি কোম্পানি যাতে বিনিয়োগ করে সে ব্যবস্থা গ্রহণের জন্য সে দেশের ইকোনমি, ট্রেড ও ইন্ডাস্ট্রি প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশে অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিরাজ করছে। বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে বাংলাদেশে সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) চালু করা হয়েছ। তিনি জাপানের বিনিয়োগকারীদের এ সেবা গ্রহণের অনুরোধ জানান।

জাপানের ইকোনমি, ট্রেড ও ইন্ডাস্ট্রি প্রতিমন্ত্রী বাণিজ্য উপদেষ্টাকে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ত্বরান্বিত করার আহ্বান জানান।
এসময় উভয়েই দ্বিপাক্ষিক বাণিজ্য শক্তিশালী করতে একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

বৈঠকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Sachiko Imoto, জেটরোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Kazuya Nakajo, বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার, দূতাবাসের মিশন উপপ্রধান, বিডা হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর প্রতিনিধি এবং কমার্শিয়াল কাউন্সেলর টোকিও উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×