
কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফেরত পাওয়ার চেষ্টা হাইকোর্টে ব্যর্থ হয়েছে। আদালত তার করা রিট খারিজ করায় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রিট খারিজের আদেশ দেন।
এর আগে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগের কারণে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে। প্রার্থী পুনঃনির্বাচনের দাবিতে তিনি হাইকোর্টে রিট করেছিলেন।
উল্লেখযোগ্য, বুধবার (২১ জানুয়ারি) হাইকোর্ট কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিটও খারিজ করে। একই বেঞ্চের বিচারপতিদের আদালত জানান, ঋণখেলাপির কারণে তিনি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।