
নিরাপত্তা বিষয়ক উদ্বেগের কারণে নিজেদের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর জন্য আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতেই খেলতে হবে। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আইসিসি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ভারত থেকে বিশ্বকাপ খেলার কোনো পরিকল্পনা নেই।
এ বিষয়ে বুলবুলও একই সুরে কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু সেটা ভারতে নয়। আমরা শ্রীলঙ্কায় ম্যাচ খেলার সুযোগ তৈরি করতে চেষ্টা চালাব।”
গণমাধ্যমকে বিসিবি প্রধান বলেন, “আমরা আবারও চেষ্টা করবো এবং আইসিসিকে জানাবো কী কী বিকল্প পথ আছে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা গর্ববোধ করি, কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। প্রত্যেকেই বিশ্বাস করেছিল আইসিসি আমাদের আবেদন মেনে নেবে। কিন্তু এখন যখন আল্টিমেটাম এসেছে, তবু আমরা সর্বোচ্চ চেষ্টা চালাব।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মতো ক্রিকেট-পাগল দেশ যদি বিশ্বকাপে না খেলে, তাহলে আইসিসি বড় ভুল করবে। যেখানে ভারত কমনওয়েলথ গেমসের আয়োজন করছে, সেখানে বাংলাদেশের মতো জনবহুল ক্রিকেট দেশ না গেলে এটা আয়োজকদের বড় ব্যর্থতা হিসেবে গণ্য হবে।”
আইসিসি সময় বেঁধে দিয়েছে, কিন্তু বুলবুল জানান, “আমরা এখনো হাল ছাড়ছি না। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং আইসিসির সঙ্গে যোগাযোগ করে সব উপায় যাচাই করবো, যাতে আমাদের ক্রিকেটাররা বিশ্বকাপে খেলতে পারে।”