
রাজধানীর তেজগাঁও পশ্চিম তেজতুরী বাজারে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে এক আসামি। একই সঙ্গে তিন জন আসামিকে সাত দিনের রিমান্ডে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে আদালত।
সোমবার (১২ জানুয়ারি) আসামিদের আদালতে তোলা হয়। শ্যুটার মো. জিন্নাত দায় স্বীকার করে জবানবন্দি দেওয়ার জন্য সম্মতি দেন। মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম, জিন্নাতের জবানবন্দি রেকর্ড করার আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তা রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
রিমান্ডে নেওয়া আসামিদের মধ্যে ছিলেন দুই সহোদর মো. বিল্লাল (২৯), মো. আব্দুল কাদির এবং মো. রিয়াজ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
আসামিদের বক্তব্য নেয়ার সময় আব্দুল কাদির দাবি করেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন এবং ওই সময় কাজে ছিলেন। রিয়াজ জানান, একটি ফোনকলের সূত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।