
নির্বাচনকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ তুলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি পক্ষ গত ১৫ বছর ধরে দেশ ছেড়ে পালিয়ে থাকা আরেকটি পক্ষের সঙ্গে গোপনে একই অবস্থানে ছিল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁয় এক জনসভায় এসব অভিযোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, “ভোট চুরি করা একটি পক্ষ ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আরও একটি পক্ষ। এই দুই পক্ষ তলে তলে একসঙ্গে ছিল গত ১৫ বছর। এই ১৫ বছরে তারা কোনো আন্দোলন-সংগ্রামে ছিল না, ভেতরে ভেতরে এরা দুই পক্ষই একসঙ্গে ছিল। তারা নির্বাচনে চক্রান্তের সুযোগ খুঁজছে এখন। একটাতো পালাইছে, আরেকটা ষড়যন্ত্র করছে।”
ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “২০০৮ সালের মতো ষড়যন্ত্র চলছে। ভোটকেন্দ্রে লাইন আছে, কিন্তু লাইন আর নড়ে চড়ে না। কিন্তু দেখা গেছে ভেতরে সিল মারা শুরু হয়ে গেছে। এটা করতে দেয়া যাবে না।” এ সময় তিনি ভোটের দিন ভোর থেকে কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোট শেষে কেউ যেন বাক্স ভরাট করতে না পারে—সে বিষয়ে সজাগ থাকার নির্দেশনা দেন।
জনসভায় নওগাঁর উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, নওগাঁ দেশের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী এলাকা। কৃষকদের সহায়তায় কৃষি কার্ড চালু করা হবে, যাতে কৃষিঋণ পাওয়া সহজ হয়। পাশাপাশি আমসহ কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং রাজধানীতে দ্রুত পরিবহনের জন্য রেললাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
গণতন্ত্রের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিপক্ষে আন্দোলন করতে গিয়ে অজস্র মানুষ প্রাণ হারিয়েছেন। হতাহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারা ভোটাধিকারের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের ত্যাগ যেন বৃথা না যায়।” এ কারণে তিনি ১২ ফেব্রুয়ারি সবাইকে গণতন্ত্রের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।