
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে সোমবার (২৬ জানুয়ারি) রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পাওয়া যায় রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, দুইটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের মূল গেটের দিকে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা দ্রুত মোটরসাইকেলে চড়ে শহরের দিকে পালিয়ে যায়। বিস্ফোরণের জোরালো শব্দে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশি কর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, "শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।"
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১২টা ৫ মিনিটে খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে কোনো মানুষ হতাহত হয়নি এবং কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে বিস্ফোরণের ফলে বিশ্ববিদ্যালয়ের গেট এলাকা ধোঁয়ায় ঢাকা পড়ে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণের মাধ্যমে হ্যান্ডমেড ককটেল নিক্ষেপকারী দুর্বৃত্তদের শনাক্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।