
বগুড়ার কাহালু উপজেলায় এক নির্বাচনী সভার মাধ্যমে বিএনপি ও জাতীয় পার্টির অন্তত ১২ শীর্ষ নেতা ও অর্ধশতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার জামগ্রাম ইউনিয়নের বান্দাইখাড়া এলাকায় অনুষ্ঠিত নির্বাচনি গণসংযোগ সভায় তারা নতুন দলে অন্তর্ভুক্ত হন।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ সভায় যোগদানকারী নেতাদের ফুল দিয়ে বরণ করেন।
জামায়াতে ইসলামীতে যোগ দেয়া নেতাদের মধ্যে রয়েছেন—জামগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল, জাতীয় পার্টির সাবেক ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক, যুবদলের সাবেক সহসভাপতি ও ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ফিরোজ তালুকদার, এছাড়া বিএনপি নেতা হেলাল উদ্দিন, বেলাল মণ্ডল, স্বপন মণ্ডল, আইয়ুব মণ্ডল, নজরুল ইসলাম, তোতা, বাছেদ ও বায়েজিদ। এ ছাড়াও আরও অর্ধশতাধিক নেতা-কর্মী দলবদল করেন।
ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “এই ওয়ার্ডের যে ১২ জন ভাই আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আমরা সারাজীবন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করতে পারব।”
সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা জামায়াতে ইসলামের কর্মপরিষদ সদস্য মো. আব্দুল লতিফ শিশির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মো. আবু ইউসূফ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বিরসহ অন্যান্য নেতা-কর্মী।