
সন্ধ্যার ব্যস্ত সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ভোলার লালমোহনে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন শ্যালক-দুলাভাই। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা, অবরোধ করা হয় সড়ক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের গজারিয়া কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসচাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহতরা হলেন অলি ডুবাই (৫৫) ও তার শ্যালক আবু কালাম। তারা লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সম্পর্কে শ্যালক-দুলাভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাহফিলে যাওয়ার পথে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনার পর সড়কে পড়ে থাকা ছিন্নভিন্ন মরদেহ দেখে পথচারীরা উদ্ধার কাজ শুরু করেন এবং পরে স্থানীয়রা তাদের পরিচয় শনাক্ত করেন।
এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে এবং একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ হাওলাদার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”