
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর নেতৃত্বে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
উল্লাপাড়া উপজেলার বড়হর গ্রামে এম আকবর আলীর বাসভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে অন্তর্ভুক্ত হন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন।
যোগদানকারী নেতাকর্মীরা জানান, “আওয়ামী লীগের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব, তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং সাধারণ মানুষের ওপর দলীয় নির্যাতনের কারণে আমরা দলত্যাগ করেছি। বিএনপির আদর্শ ও নেতৃত্বে আমাদের আস্থা থেকে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছি।”
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।