
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের গহীন পাহাড়ে অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে।
পুলিশ সোমবার (৫ জানুয়ারি) সকালে অভিযানে গিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম জব্দ করেছে।
কিন্তু অভিযানের খবর পেয়ে ৩-৪ জন ব্যক্তি পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা যায়নি। কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে:
২টি রাইফেলের গুলি
৪টি শটগানের খালি খোসা
২টি বন্দুকের বাট
২টি বন্দুকের ট্রিগার বক্স
৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপ
৩টি বন্দুক তৈরির জোগান
১টি হাওয়ার মেশিন
২টি বাটালি
৫টি আড়ি ব্লেড ও ১টি আড়ি ব্লেডের ফ্রেম
১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস
৭টি রেত (ছোট-বড়)
১টি শান দেওয়ার মেশিন
১টি বানান নালিসহ অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকা হলো আবু আম্মদ গুনা ফাতেমা ছড়া, যেখানে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। অভিযান সকাল ৬টা সাড়ে ৬টার দিকে শুরু হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, “গোপন সংবাদে জানা যায়, একদল অপরাধী ওই পাহাড়ে অবস্থান নিয়ে দেশীয় অস্ত্র তৈরি করছে। পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় থানা ও স্থানীয় ফাঁড়ির সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।”
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, উদ্ধারকৃত সরঞ্জামাদি জব্দ তালিকা মূলে থানায় নেওয়া হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।