
রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকায় মধ্যরাতে সংঘর্ষের ঘটনায় সিফাত মণ্ডল (১২) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছে।
ঘটনাটি ঘটে বুধবার (৩১ ডিসেম্বর) রাত প্রায় ১১টার দিকে রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিনোদপুর কলেজপাড়া এলাকায়। গুলিবিদ্ধ সিফাত স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম মণ্ডলের ছেলে এবং রাজবাড়ী আরএসকে স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই রাতেই কিছু দুর্বৃত্ত সিফাতের বাড়ির গেটে এসে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং হুমকি দিতে থাকে। শব্দ শুনে সিফাত ও তার বাবা ঘুম থেকে উঠে বাইরে বের হওয়া মাত্রই হামলাকারীরা গুলি ছোড়ে। একটি গুলি সিফাতের পেটে আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
সিফাতের চাচি রুনা বেগম বলেন, ‘গভীর রাতে কয়েকজন লোক গেটে এসে ইনসান, ইনসান বলে গালাগালি ও জানালায় আঘাত করছিল। হঠাৎ গুলির শব্দ শুনি এবং দেখি সিফাত গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে।’
প্রাথমিকভাবে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া সিফাতের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। রাজবাড়ী সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে জানিয়েছেন, শিশুটি ‘হাইপোভোলেমিক শকে’ ভুগছিল এবং গুলির আঘাতে তার খাদ্যনালী ছিদ্র হওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিনোদপুর এলাকার ইনছান ও শিমুল নামের দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের ছোড়া এলোমেলো গুলিতে শিশুটি আহত হয়।’
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এই ঘটনার ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।