
হবিগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে উপজেলা কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তি মো. লুৎফুর রহমান, যিনি উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতের অভিযানে বাহুবল মডেল থানা পুলিশ তাকে উপজেলার ফতেহপুর এলাকা থেকে আটক করে। তিনি ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং মো. রমিজ উল্লাহর ছেলে।
পুলিশ সূত্র জানায়, বাহুবল মডেল থানা পুলিশ নিয়মিতভাবে মাদক, সন্ত্রাস, জুয়া, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে এ ধরনের অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে বুধবার রাতে পরিচালিত অভিযানে লুৎফুর রহমানকে আটক করা হয়।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অধিকতর উন্নত করার লক্ষ্যে এ অভিযান পরিচালান করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”