
বহুল আলোচিত ইয়াবা পাচার মামলায় কক্সবাজারের আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং দুই রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আরেকজনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এই রায় ঘোষণা করেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) এবং মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আয়ুব তৈয়ব। তবে একই মামলায় রামুর রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষ জানায়, ২০২0 সালের ২ মার্চ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক লাখ ৯০ হাজার ইয়াবা এবং একটি মাইক্রোবাসসহ পাঁচজনকে আটক করে। এরপর ডিবির পুলিশ পরিদর্শক মিজানুর রহমান রামু থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য–প্রমাণ পর্যালোচনার পর আদালত এ রায় ঘোষণা করেন।
সরকারি আইনজীবী আরও জানান, মামলার সাজাপ্রাপ্ত চার আসামিই বর্তমানে পলাতক।