
প্রায় ১৭ বছর আগে ইসলামাবাদ থেকে নিখোঁজ হওয়া কিরণ অবশেষে করাচির একটি ইধি সেন্টারে পাওয়া গেছে এবং সেখান থেকে তিনি তার বাবা-মায়ের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। ইসলামাবাদে মাত্র ১০ বছর বয়সে নিখোঁজ হওয়া কিরণ এখন ২৭ বছর বয়সে পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন, খবর দিয়েছে জিও নিউজ।
পাঞ্জাব সেফ সিটি কর্তৃপক্ষের সহযোগিতায় কিরণের পরিচয় নিশ্চিত করা হয়। ইধি ফাউন্ডেশন পরিচালিত দাতব্য প্রতিষ্ঠান ইধি সেন্টারে তাকে খুঁজে পাওয়া যায়। ইধি কর্মকর্তারা জানান, সেফ সিটি সিস্টেমে সংরক্ষিত তথ্য ও কিরণের দেওয়া বিবরণ মিলে যাওয়ার পর তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
কিরণ জানিয়েছেন, ইসলামাবাদের বাসা থেকে আইসক্রিম কিনতে বের হওয়ায় তিনি পথ হারান। এরপর এক অপরিচিত ব্যক্তি তাকে ইসলামাবাদের ইধি ফাউন্ডেশনের সেন্টারে নিয়ে যান। পরে প্রয়াত বিলকিস ইধি কিরণকে করাচিতে নিয়ে আসেন। তখন থেকে তিনি ইধির তত্ত্বাবধানে ছিলেন এবং সেখানে ধর্মীয় ও সাধারণ শিক্ষা গ্রহণ করেন।
জিও নিউজকে কিরণ বলেন, “ইধি সেন্টারে থাকা সময়টি আমার জন্য খুবই আনন্দের ছিল। কিন্তু মা-বাবার সঙ্গে পুনর্মিলনই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।”
ইধি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত শাবানা ফয়সাল জানিয়েছেন, কিরণের পরিবারকে খুঁজে বের করার জন্য তাকে একাধিকবার ইসলামাবাদে পাঠানো হয়েছিল, তবে এতদিন কোনো ফল মিলছিল না। শাবানা ফয়সাল আরও বলেন, “গত কয়েক সপ্তাহে দেশজুড়ে ১২ জন নিখোঁজ শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে; যার মধ্যে করাচির পাঁচ মেয়ে রয়েছে।”
কিরণকে পরিবারে ফিরিয়ে দেওয়ার খবর অনলাইনে ছড়িয়ে পড়লে নেটিজেনরা আবেগঘন প্রতিক্রিয়া জানান এবং ইধি ফাউন্ডেশনের অবিচল প্রচেষ্টার প্রশংসা করেন।
পরিচয় নিশ্চিত হওয়ার পর কিরণের বাবা করাচিতে পৌঁছালে তাদের সঙ্গে হৃদয়স্পর্শী পুনর্মিলন ঘটে। তিনি তার মেয়েকে দীর্ঘদিন আশ্রয়, শিক্ষা ও যত্ন দেওয়ার জন্য ইধি ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।