
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফউদ্দীন শাহিন কয়েকদিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (২৫ নভেম্বর) সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, এসপি সাইফউদ্দীনের মূল ধমনীতে রক্ত চলাচলে জটিলতা দেখা দিয়েছে। তিনি বলেন, “পুলিশ সুপার মহোদয়ের মূল ধমনিতে রক্ত চলাচলে জটিলতা সৃষ্টি হয়েছে। এ কারণে অপারেশনের মাধ্যমে একটি পাইপ স্থাপন করতে হবে। চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে।”
এসপি সাইফউদ্দীনের অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন।
গত ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদ থেকে তাঁকে কক্সবাজার জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পরিবারের সদস্য ও সহকর্মীরা তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।