
কিশোরগঞ্জের হোসেনপুরে খেলাফত মজলিশের কর্মী সমাবেশে বক্তব্যকালে মাওলানা মামুনুল হক দাবি করেছেন, বাংলাদেশের স্বাধীনতা মূলত ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “বর্তমান সংবিধান ভারতের সক্রিপশন মেনে তৈরি এবং ইন্দিরা গান্ধীর পরামর্শে ভারতের সংবিধানের মূলনীতি এতে সংযোজন করা হয়েছে।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলা সদর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, “হাজার হাজার মানুষের রক্তে অর্জিত স্বাধীনতা ভারত মাতার কাছে বিক্রি করা হয়েছে। ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশকে ভারতের করদ রাজ্য হিসেবে ধরে রাখা হয়েছিল। এই কারণেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে ওঠে। ২৪-এর গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, এই দেশে ভারতের আধিপত্য যেমন চলবে না, তেমনি ৭২-এর সংবিধানও আর চলবে না।”
তিনি আগামী জাতীয় নির্বাচনের গণভোটে হ্যাঁ ভোটের আহ্বান জানিয়ে বলেন, “হ্যাঁ বিজয়ী হলে জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং দেশ গড়ে উঠবে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪-এর চেতনার ভিত্তিতে। এতে ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসার সুযোগ থাকবে না।”
দেশের সাধারণ মানুষের অবস্থা নিয়ে তিনি বলেন, “বিগত সরকারগুলোতে শিল্পপতি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের ভাগ্য বদলেছে, কিন্তু রিকশাচালক, নৌকার মাঝি, কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের জীবনে কোনো পরিবর্তন আসেনি।”
সমাবেশে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী হিসেবে হেদায়েতুল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দিয়ে তিনি রিকশা প্রতীকে ভোট চেয়ে সমর্থন চান।
খেলাফত মজলিশ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জেলা সভাপতি মাওলানা আব্দুল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।