
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, নভেম্বর মাসেই গণভোটের আয়োজন এবং নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের চক বাজার জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে চক মসজিদ এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে তারা অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন চান, তবে সেটি হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সেই লক্ষ্যে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে তারা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে মাঠে আছেন এবং থাকবেন।
তারা আরও বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে পাঁচ গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয়েছে এবং জাতি তা মেনে নিয়েছে। কিন্তু বর্তমান সরকার একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, যা দেশের তৌহিদী জনতা কখনোই মেনে নেবে না।
এ সময় উপস্থিত ছিলেন - জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহম্মদ, সেক্রেটারি এ. আর. হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ প্রমুখ।