
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই বিএনপি কর্মী হত্যা মামলার আসামি অহিদকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার ভোর রাত ৪টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার পাঠানটুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অহিদ বড় মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার লে. মো. নাঈম উল হক জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে ১০ নভেম্বর সকালে গ্রেপ্তার আসামি অহিদসহ ১০০ থেকে ১৫০ জন সন্ত্রাসী দেশি ও বিদেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোল্লাকান্দির চরডুমুরিয়া গ্রামে আরিফ মীরের বাড়িতে হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ করতে থাকলে একপর্যায়ে আরিফ মীরের বুকের বাম পাশে লেগে গুরুতর জখম হলে ঘটনাস্থলেই মারা যায় আরিফ।
তিনি জানান, পরবর্তীতে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে খান বাড়িতে গিয়ে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বন্দুক দিয়ে রায়হান খানকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করে। গুলিবিদ্ধ রায়হান খান পরদিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।