
কুড়িগ্রামের রৌমারীতে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন খানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সমর্থনের অভিযোগে তাকে আটক করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রৌমারী শহরের টিএনটি মোড়ের একটি চায়ের দোকান থেকে তাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ইমরানকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ইমরান হোসেন খান রৌমারী গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে।
রৌমারী থানার ওসি সেলিম মালিক জানান, লকডাউন কর্মসূচি সমর্থন ও প্রস্তুতির বিষয়ে গোপন সংবাদ পাওয়ার পর বিশেষ অভিযান চালানো হয়। তিনি বলেন, “টিএনটি মোড় এলাকা থেকে ছাত্রলীগ নেতা ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”