
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তরা রেললাইনে আগুন ধরিয়ে দেয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ঢাকা-চট্টগ্রাম রেলপথের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দ্রুত সরে পড়ে। এতে কোনো হতাহত না হলেও প্রায় আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা ও বিজয় এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ থেমে থাকে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার সাকির জাহান জানান, “বিজয় এক্সপ্রেস রাত ১টা ৫৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামে এবং রাত ২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। তূর্ণা নিশীথাও প্রায় আধা ঘণ্টা আটকে ছিল।”
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে। রেললাইন চলাচল উপযোগী করতে প্রায় ১০ মিনিট সময় লাগে, এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”