ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে: আমীর খসরু
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:২৯ পিএম, ০১ নভেম্বর ২০২৫
দুই-তিনটি দলের মতামত জোরপূর্বক বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “সে ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত, বিলম্বিত বা প্রশ্নবিদ্ধ করতে চাইছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।
আমীর খসরু আরও বলেন, “ঐক্যমত হয়েছে, সই হয়েছে—এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি আনা হচ্ছে। ঐক্যমত কমিশনের নিজস্ব মতামত থাকতে পারে, তবে তাদের মতামত দেওয়ার জন্য রাখা হয়নি। যারা কমিশনে আছেন, তারা নিজ নিজ কাজে ফিরে যান। জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন।”
তিনি দাবি করেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। রাজনৈতিক দলগুলোকে সেই পরিবর্তন বুঝে কাজ করতে হবে। “এবার ক্ষমতায় যাওয়ার আগেই আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ক্ষমতায় যাওয়ার পরদিন থেকেই উন্নয়ন কাজ শুরু করবে বিএনপি। বড় বড় মেগা প্রজেক্ট করে অর্থ অপচয় নয়—আমরা অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে চাই,” বলেন তিনি।
গণতান্ত্রিক চর্চার ঘাটতি তুলে ধরে আমীর খসরু বলেন, “আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু তার অনুশীলন করি না। বিএনপি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চায়।” আগামী প্রজন্মের দক্ষতা বৃদ্ধি ও আয়ের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “সরকারি কর্মকর্তাদের কাছে না গিয়ে যত বেশি কাজ করা যাবে, দুর্নীতি তত কমবে। এজন্য বিএনপি অনলাইন নির্ভরতা বাড়ানোর পরিকল্পনা করছে।”
রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমানসহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জের ব্যবসায়ী নেতারা।