
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, বর্তমান প্রশাসনিক কাঠামো মূলত জামায়াত, বিএনপি ও এনসিপির প্রভাবময় হওয়ায় এর মধ্যেই কার্যকরভাবে কোনো নির্বাচন সম্ভব নয়। তিনি সতর্ক করে বলেন, “দেশকে বাঁচাতে গেলে ঐকমত্য সৃষ্টি করতে হবে। বিপুলসংখ্যক মানুষকে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে।”
শনিবার (১ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর জাতীয় পার্টি সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে কর্মী সভার পর এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন শামীম হায়দার।
তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে। “সুষ্ঠু ভোটের নিশ্চয়তা পেলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে,” বলেন তিনি।
জাপা মহাসচিব বলেন, গত ১১ বছরে জাতীয় পার্টি স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেনি। নির্দলীয় একাউন্টেট সরকার ছাড়া, কানা প্রশাসনের মাধ্যমে দেশের নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়।
তিনি আরও উল্লেখ করেন, “গত এক বছরে ১৪০ জন মারধরের শিকার হয়েছেন; দেশের অর্থনীতি সংকটে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচনের জন্য প্রশাসনিক ছক আঁকা হয়েছে। সেক্ষেত্রে নির্বাচন সম্ভাব্য নয়।”
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির রংপুর মহানগর, জেলা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।