
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাসসহ শীর্ষ নেতারা তাকে ঘিরে আবেগাপ্লুত হয়ে শুভেচ্ছা জানান।
বিমানবন্দরে নেতাদের উচ্ছ্বাসময় অভ্যর্থনাকে সাদরে নেন তারেক রহমান।
গতকাল, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে পরিবারের সঙ্গে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। আজ সকাল ৯টা ৫৮ মিনিটে তার বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টা থাকার পর ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।
তার সফরসঙ্গী হিসেবে ছিলেন স্ত্রী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা।
ফেসবুকে তারেক রহমান লিখেছেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।” জানা গেছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০। তারেক রহমানের জন্য বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা হয়েছিল।