রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা


রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

রাঙ্গামাটিতে জেলার  আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি  সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা শান্তিপুর্ণভাবে সমাপ্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। 

তিনি বলেন বর্তমানে রাঙ্গামাটিতে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানানুষ্ঠান চলমান রয়েছে, এই উৎসবটিও যাতে শান্তিপুর্ণভাবে সমাপ্ত করা যায় সেজন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়। 

সভায় জেলা প্রশাসক কাপ্তাই লেকে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা  বন্ধ করতে সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

এ ছাড়া আগামী জাতীয় সংসদ  নির্বাচনকে সাসনে রেখে রাঙ্গামাটিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক। 

সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×