 সাংবাদিক ছিলেন মুফতি আমির হামজা.jpg)
কুষ্টিয়ায় এক মতবিনিময় সভায় আলোচিত ইসলামি বক্তা এবং জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা দাবি করেছেন, ইসলামের নবী মুহাম্মদ (সা.) ছিলেন পৃথিবীর প্রথম সাংবাদিক। কারণ আল্লাহ তাঁকে ‘নবী’ হিসেবে প্রেরণ করেছিলেন, যার অর্থই হলো সংবাদ বাহক।
বুধবার দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
মুফতি হামজা বলেন, "রাসুল মুহাম্মদকে (সা.) আল্লাহ তায়ালা নবী নাম দিয়ে পাঠিয়েছিলেন। নবী মানে সংবাদ বাহক। সেই হিসেবে নবীজী সাংবাদিক ছিলেন।"
তিনি আরও বলেন, সাংবাদিকরা দ্রুত ও সত্য সংবাদ পরিবেশনের যে দায়িত্ব পালন করেন, তা অত্যন্ত মর্যাদার। এ প্রসঙ্গে তিনি বলেন, "আপনারা যেহেতু ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্য আপনাদের সম্মান একটু বেশি। সারা বিশ্বের সব সংবাদকে একত্রিত করতে বিশ্বনবীকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছেন। সেই মহান পেশা যারা গ্রহণ করেছেন, আল্লাহ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করবেন।"
আলোচনার একপর্যায়ে তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, "আল্লাহ বলেছেন: হে নবী ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। আল্লাহ কুরআনে আরও বলেন, হে নবী, আপনি কি মানুষের মাঝে বার্তা বহন করতে কষ্ট পান। সংবাদ সংগ্রহ করতে এবং সঠিকটা তুলে ধরলে চাপ মোকাবেলা করতে কষ্ট পান। এই কষ্টের পারিশ্রমিক আমি নিজে দিব।"
জনগণের দুর্ভোগ লাঘব ও স্থানীয় উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে মুফতি হামজা বলেন, কুষ্টিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও জনবান্ধব করে গড়ে তোলা হবে। কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নেওয়া হবে, দ্রুত বাস্তবায়ন হবে গড়াই সেতু, যানজট নিরসনে মজমপুর মোড়ে নির্মাণ করা হবে একটি ফ্লাইওভার। এছাড়া বাউল শিল্পকে আধুনিকভাবে রূপান্তর, কুষ্টিয়া চিনি কল চালু, সড়ক প্রশস্তকরণ ও উন্নত ড্রেনেজ ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক খন্দকার একেএম আলী মহসীন।
এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।