বেনাপোল বন্দরে ৫ দিন পর আমদানি-রপ্তানি শুরু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:০৩ পিএম, ০৪ অক্টোবর ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্যবোঝাই ট্রাক চলাচল শুরু হয়েছে, জানিয়েছেন বন্দর পরিচালক শামিম হোসেন। তিনি বলেন, “কয়েক দিনের ছুটি শেষে ভারতীয় পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে। একইসাথে বেনাপোল থেকে রপ্তানি পণ্য নিয়ে ট্রাক পেট্রাপোল বন্দর যাচ্ছে।”
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, “দুর্গাপূজার কারণে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দরের সঙ্গে বেনাপোল বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এই সময়ে পেট্রাপোল বন্দরে কয়েকশ ট্রাক পণ্য নিয়ে অপেক্ষা করছিল। ছুটি শেষ হওয়ার পর সেগুলো ধীরে ধীরে বেনাপোল বন্দরে প্রবেশ করছে। তবে ট্রাকের চাপের কারণে বন্দর এলাকায় কিছুটা যানজট দেখা দিয়েছে।”
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) রতন হোসেন বলেন, “ভারতে শারদীয় দুর্গোৎসবের জন্য সরকারি ছুটি ছিল পাঁচ দিন। ফলে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। তবে ছুটির সময়ও যাত্রী পারাপারসহ বন্দর সম্পর্কিত অন্যান্য কাজ স্বাভাবিকভাবে চলেছিল।”
বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান জানান, “পূজার ছুটি শেষে কার্যক্রম পুনরায় চালু হলেও পেট্রাপোল বন্দরে সি অ্যান্ড এফ অফিসের স্টাফ উপস্থিতি কম থাকায় আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি অন্যান্য দিনের তুলনায় কিছুটা ধীর।”