বান্দরবানের লামায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার


বান্দরবানের লামায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটক মো. সোহান (২৭)-এর লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ঢাকা জেলার মিরপুর ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা আবু হান্নান সরকারের ছেলে সোহান।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে সোহান ও তাঁর বন্ধু মো. শাকিল ঢাকা থেকে বান্দরবানের ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকায় ভ্রমণে যান। তারা স্থানীয় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন। দুপুর দেড়টার দিকে দুই বন্ধু রিসোর্টের পাশের মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় শাকিল সাঁতরে নিরাপদে কূলে উঠলেও প্রবল স্রোতে ভেসে যান সোহান এবং নিখোঁজ হন।

পরদিন শুক্রবার উদ্ধার অভিযান চালিয়ে ডুবুরি দল নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে তাঁর লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারের সময় লামা থানার ওসি তোফাজ্জল হোসেন, নিহতের স্বজন এবং লামা পর্যটন মালিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মো. আব্দুল্লাহ বলেন, “মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ শুক্রবার বেলা ১১টায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তাঁর পরিবারকে হস্তান্তর করা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×