নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় যুবক গ্রেপ্তার


নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর এবং মরদেহ পোড়ানোর ঘটনায় মোহাম্মদ রাসেল মন্ডল (২০) নামের এক যুবককে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন রাজবাড়ীর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) শরীফ আল রাজীব।

গ্রেপ্তারকৃত রাসেল মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়া এলাকার আ. সামাদ মন্ডলের ছেলে। তার গ্রেপ্তার পূর্বে রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে তাকে ধরা হয়।

ডিবি পুলিশের তদন্তকালে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, রাসেল মন্ডল নুরাল পাগলার মরদেহ পোড়ানোর কাজে ব্যবহৃত খড়ি দিতে দেখা গেছে। সেই ফুটেজের ভিত্তিতে তাকে শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, “ফুটেজের ওপর ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেলের পিতা আজাদ মোল্লার দায়ের করা মামলায় গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে মরদেহ উত্তোলন, পোড়ানো মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল মন্ডলকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, দুটি মামলায় এপর্যন্ত মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা চালায়। এ সময় নুরাল পাগলার এক ভক্ত রাসেল মোল্লা তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন, তবে জনতার আক্রমণে গুরুতর আহত হয়ে পরে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুরাল পাগলের মরদেহ পোড়ানো, হত্যাকাণ্ড, হামলা ও ভাঙচুরের ঘটনায় রাসেলের পিতা আজাদ মোল্লা ৩৫শ থেকে ৪ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×