কেরানীগঞ্জে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


কেরানীগঞ্জে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজের এক হোস্টেল থেকে নিদা খান (১৯) নামে এক ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজের এজিএম সিদ্দিকুর রহমান জানান, নিদা ভারতের রাজস্থানের নাগরিক এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। ফরেন হোস্টেলে তিনি অন্যান্য ভারতীয় শিক্ষার্থীর সঙ্গে থাকতেন। ঘটনার আগের সন্ধ্যায় সহপাঠীদের সঙ্গে পড়ালেখা নিয়ে আলাপ করেছিলেন।

পুলিশ জানায়, রাত ২টার দিকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় ডুপ্লিকেট চাবি ব্যবহার করে তার কক্ষের দরজা খোলা হয়। তখন দেখা যায়, ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন নিদা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ছরোয়ার হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার অনুষ্ঠিত এক পরীক্ষায় নকলের অভিযোগে বহিষ্কৃত হন নিদা খান। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×