
নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে আবু রায়হান (৪৫) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত আবু রায়হান ইটালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং হিজলি গ্রামের অফিজ উদ্দিনের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবু রায়হানের সঙ্গে তার প্রতিবেশী সোহানের চলাচলের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে এর আগেও উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তারা একে অপরের বিরুদ্ধে মামলা করে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
এই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার বিকেলে তাজপুর গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় সোহানুর রহমান সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রবিউলসহ একদল যুবক আবু রায়হানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবলী নোমান জানান, আহতের দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ভেঙে গেছে। তার বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, রাস্তা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।