
বেনাপোল সীমান্ত এলাকার একটি আখক্ষেতে বোমা তৈরির সময় আকস্মিক বিস্ফোরণে এক যুবকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে যশোরের বেনাপোলের পুটখালী ইউনিয়নের খলসি বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম ফখরুল আলম পল্টু (৫০)। তিনি পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রের তথ্যে জানা যায়, বালুন্ডা গ্রামের কথিত বাহিনীপ্রধান কামরুল ইসলামের সহযোগী হিসেবে পরিচিত আলী ঢালী, ফখরুল আলম পল্টু ও তবিবুর রহমান তবি ওই আখক্ষেতে বসে দেশীয় বোমা তৈরি করছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি বোমা বিস্ফোরিত হলে পল্টুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের লোকজন ছুটে এলেও আহত পল্টুসহ তার সহযোগীরা আগেই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে তারা অজ্ঞাত একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতার সঙ্গে জড়িত।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলম বলেন, “ঘটনাটি পুলিশ অবগত হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”