নওগাঁর নতুন ডিসি মনিরা হক


নওগাঁর নতুন ডিসি মনিরা হক

নওগাঁ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মনিরা হককে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব (উন্নয়ন-৩) পদে কর্মরত রয়েছেন। সেখান থেকে তাকে নওগাঁর ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

এদিকে, নওগাঁর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রাম জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

মনিরা হক দায়িত্ব গ্রহণ করলে তিনি নওগাঁর ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হবেন। তার আগে ড. মোছাম্মৎ নাজমানারা খানুম ছিলেন জেলার প্রথম নারী ডিসি। তিনি পরবর্তীতে সিলেটের বিভাগীয় কমিশনার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অবসর জীবন কাটাচ্ছেন।

প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ মনিরা হকের নিয়োগকে নওগাঁবাসী ও প্রশাসনিক মহলে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তাদের মতে, নতুন জেলা প্রশাসকের আগমনে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি ও দিকনির্দেশনা আসবে।

নওগাঁর সাধারণ মানুষও আশা প্রকাশ করেছেন, মনিরা হকের নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ, জনবান্ধব ও কার্যকর হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×